ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লামায় মাতামুহুরী নদীতে ভাসছিল ‍যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
লামায় মাতামুহুরী নদীতে ভাসছিল ‍যুবকের মরদেহ

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছাগলখাইয়া এলাকায় ওই নদীর রাজারকুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, মরদেহের পরনে টি-শার্ট ও নীল রঙের জিন্স প্যান্ট ছিল।  

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।