ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বিয়ের প্রলোভনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
বিয়ের প্রলোভনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার 

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় প্রায় চার মাস পর পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে আশুলিয়ার জামগড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিম উদ্দিন (৫৫) আশুলিয়ার জামগড়া বেরন এলাকার বাসিন্দা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত বলেন, স্বামী প্রবাসে থাকায় ভুক্তভোগী নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতিবেশী ও তার শ্বশুর বাড়ির আত্মীয় জসিম। এই সুবাদে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল সে। পরে ভুক্তভোগী নারী প্রায় চার মাস আগে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিলেন আসামি জসিম।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এসএফ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।