ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরে ডুবে আমান বাবু (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ আগস্ট) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের হোড়ারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আমান একই এলাকার নুর মোহাম্মদের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির পাশে খেলা করছিল আমান বাবু। এক পর্যায়ে পাশের একটি পুকুরে সে পড়ে যায়। দীর্ঘক্ষণ আমানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। পরে আশেপাশের লোকজন পুকুরে ভাসমান অবস্থায় আমানকে দেখতে পেয়ে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম তাওহীদ পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনার বিষয়টি নিশ্চিত করছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।