ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনেরও মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনেরও মৃত্যু

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নে পানিতে ডুবে হাসিবা (৬) ও হামিদা (৩) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলার নলমুড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাচঁকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত দুই বোন ওই গ্রামের বারেক চৌধুরীর মেয়ে।

গোসাইরহাট থানার ওসি মো. আসলাম সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে খেলাধুলা করছিল দুই বোন। খেলার কোনো একসময় ছোট বোন বাড়ির পাশে থাকা একটি ডোবায় পড়ে যায়, ছোট বোন হামিদাকে বাঁচাতে গিয়ে বড় বোন হাসিবা পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় এসময় দুজনেই পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে শিশু দুটিকে পুকুরে ভাসতে দেখেন তাদের মা ও বাবা।  
পরে তাদের ডাকচিৎকারে এলাকাবাসী এসে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে গোসাইরহাট থানার ওসি মো. আসলাম সিকদার বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।