ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভবনের ছাদে পড়েছিল রিকশাচালকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
ভবনের ছাদে পড়েছিল রিকশাচালকের মরদেহ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে দুদিন নিখোঁজ থাকার পরে নয়তলা ভবনের ছাদ থেকে আব্বাস আলী বাবু (৪০) নামে রিকশাচালকের পচনশীল মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) দিনগত রাতে সংবাদ পেয়ে পুলিশ মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজের পিছনে ইত্যাদি নামক স্থানে একটি ভবনের ছাদ থেকে মরদেহ উদ্ধার করে।

 

পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) চয়ন সাহা জানান, ভবনের ছাদ থেকে পচনশীল এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের পরে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

স্ত্রীর ও দুই সন্তানকে নিয়ে ইত্যাদি মোড় এলাকায় থাকতেন রিকশাচালক বাবু।

নিহতের ছেলে মো. আকিব জানান, বাবা গত রোববার (৬ আগস্ট) দুপুরে কাজের কথা বলে বাসা থেকে বেরিয়ে যায়। তারপরে তাকে আর কোথাও পাওয়া যাচ্ছিল না। আজকে রাতে খবর পেয়ে  বাসার কিছুটা সামনে একটি নয়তলা ভবনের ছাদে গিয়ে বাবার মরদেহ শনাক্ত করি।

তিনি আর বলেন, বাবার মৃত্যুটি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। এটা হত্যাকাণ্ড হতে পারে।

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।