ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় সন্দেহভাজন ৮ ডাকাত গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
মাগুরায় সন্দেহভাজন ৮ ডাকাত গ্রেপ্তার

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আউনাড়া এলাকায় একদল ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ আগস্ট) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার (০৭ আগস্ট) রাতে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডাকাতি হওয়া স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- জুয়েল ওরফে রুবেল (৩১), আল আমিন (২০), দেলোয়ার (৩৪), সৌরভ মোল্লা (২২), মোহাম্মদ আজিজুল (২০), মো. রাজা মিয়া (২১), মো. আবু তালেব মোল্লা (২৫) ও জালাল উদ্দীন (৩০)। তারা সবাই মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের আউনাড়া গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

গত ১৭ জুন রাতে উপজেলার আউনাড়া গ্রামে প্রহল্লাদ মণ্ডলের বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনার সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিরা জড়িত বলে পুলিশ জানিয়েছে। তাদের মধ্যে অন্তত তিনজন পৃথক কয়েকটি ডাকাতি মামলায় অভিযুক্ত বলেও জানা গেছে।

পুলিশ জানায়, আউনাড়া বাজারে একদল ডাকাত কোনো বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী পুলিশকে খবর দেন।

পরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে মহম্মদপুর থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় চার ডাকাতকে গ্রেপ্তার করেন। এরপর গ্রেপ্তারদের দেওয়া তথ্যের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ওই রাতেই আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, ডাকাতরা পুলিশের কাছে স্বীকার করেছেন যে, তারা বিভিন্ন জায়গায় ডাকাতির সঙ্গে যুক্ত। গ্রেপ্তার ব্যক্তিদের নামে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।