ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মামলা থেকে অব্যাহতির প্রতিশ্রুতি দিয়ে ৪ লাখ টাকা নিলেন ভুয়া পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
মামলা থেকে অব্যাহতির প্রতিশ্রুতি দিয়ে ৪ লাখ টাকা নিলেন ভুয়া পুলিশ গ্রেপ্তার হারুন উর রশিদ

সাভার (ঢাকা): ঢাকার সাভারে মামলা থেকে এক ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুলিশ পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে হারুন উর রশিদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  

সোমবার (৭ আগস্ট) দুপুরে গ্রেপ্তার ওই যুবককে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হারুন উর রশিদ রংপুর জেলার মিঠাপুকুর থানার সঠিবাড়ি গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তিনি এক সময় গাড়িচালক ছিলেন।

পুলিশ জানায়, সাভারের রাজফুলবাড়িয়ার ভরারী এলাকার আসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। পরে গত ১৭ জুলাই পুলিশের এসআই পরিচয়ে হারুন ওই মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসলামের কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নেয়। পরে আরও ৫০ হাজার টাকা দাবি করলে ভুক্তভোগী ওই ব্যক্তি সাভার মডেল থানায় হারুনকে আসামি করে মামলা করেন। পুলিশ ভরারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।  

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, দুপুরে আসামিকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে চেকসহ প্রতারণার বিভিন্ন সরঞ্জামদি উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।