ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

ভোলা: নিম্নচাপের প্রভাবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ভোলার ইলিশা ফেরিঘাটের পল্টন ছিড়ে গেছে। এতে ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (০১ আগস্ট) বিকেলে এ ঘটন ঘটলে ভোলার সঙ্গে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় কোনো যানবাহন পারাপার হতে না পারায় দুই পাড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ অঞ্চলের যাত্রীরা। কখন ফেরি চালু হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। গন্তব্যে যেতে না পারায় সীমাহীন ভোগান্তিতে পরিবহণ শ্রমিক ও যাত্রীরা।

কয়েকজন ট্রাকচালক ও শ্রমিকরা জানান, ভোলা-লক্ষীপুর রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রুট দিয়ে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক চলাচল করে। একদিন ফেরি বন্ধ থাকলে ব্যবসায়িদের অনেক ক্ষতির মুখে পড়তে হয়।

ইলিশা ফেরিঘাটে গিয়ে দেখা গেছে, পারাপারের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক। অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। ঘাট থেকে পন্টুন ছিড়ে আলাদা হয়ে মাঝ নদীতে পড়ে আছে। ঘাটের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছে।

এ ব্যাপারে ফেরি সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তা বিআইটিসির মেরিন অফিসার মো. আল আমিন বলেন, ঘাটটি সংস্কার করার জন্য বিআইডব্লিটিএ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন। এর পরেই ফেরি চলাচল স্বাভাবিক হবে।

জানতে চাইলে বিআইডব্লিটিএ সহকারী পরিচালক এনামুল হক বলেন, ঘাটটি সংস্কার কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব চলাচলের উপযোগী করা হবে। এদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের এ রুটটি বন্ধ থাকায় ওই সব জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

তাই দ্রুত ঘাট মেরামত করে এ রুটটি স্বাভাবিক করার দাবি এ অঞ্চলের যাত্রীদের।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।