ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সভা-সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
সভা-সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারের

ঢাকা: বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সভা-সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতাবিষয়ক (এফওএএ) বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমেন্ট ভউল।

সোমবার (৩১ জুলাই) এক টুইট বার্তায় ক্লেমেন্ট ভউল এ আহ্বান জানান।

টুইট বার্তায় ক্লেমেন্ট ভউল বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত ও অতিরিক্ত শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য ভিন্নমতের কণ্ঠস্বরকে সম্মান করা গুরুত্বপূর্ণ। ’

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে জাতিসংঘের শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতাবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ারের দায়িত্ব পালন করছেন ক্লেমেন্ট ভউল।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।