ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সিএমএসডি, ভিলেজ কোর্টসে নতুন পরিচালক 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
সিএমএসডি, ভিলেজ কোর্টসে নতুন পরিচালক 

ঢাকা: কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক হয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের ব্যবস্থাপক (যুগ্ম-সচিব) মোহাম্মদ হাসান আরিফ।

এছাড়া অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের নতুন পরিচালক নিয়োগ পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম-সচিব মো. সোহেলুর রহমান খান।

সোমবার (৩১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) মো. আব্দুর রশিদকে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত যুগ্ম-সচিব মুহাম্মদ জহুরুল ইসলামকে যৌথমূলধন ও ফার্মসমূহের দপ্তরের অতিরিক্ত নিবন্ধক এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে সংযুক্ত যুগ্ম-সচিব ড. মো. আশরাফুজ্জামানকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এমআইএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ