ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে দেয়াল ধসে ৩ শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
গাজীপুরে দেয়াল ধসে ৩ শ্রমিক নিহত ছবি: সংগৃহীত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীতে সীমানা প্রাচীর ধসে তিনজন নির্মাণশ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

 

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় পাগাড় জিনু মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।  

নিহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়ইকান্দি এলাকার আরিফ হাসানের ছেলে বকুল (৩৫), একই এলাকার নর্দানগর এলাকার আকন্দ মিয়ার ছেলে সুলতান (৫০) ও টঙ্গীর গোপালপুর এলাকার ধনু মিয়ার ছেলে সবুজ (৩৫)। আহতদের পরিচয় জানা যায়নি।  

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, পাগাড় জিনু মার্কেট এলাকায় একটি বাড়ির সীমানা প্রাচীরের পাশ দিয়ে ড্রেনের কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় হঠাৎ করে সীমানা প্রাচীরটি ধসে পড়ে। এতে কমপক্ষে ১৮ জন শ্রমিক আহত হয়। পরে তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে ৩ জনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
আরএস/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।