ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ইয়াবাসহ সিএনএন মামুন গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
ইয়াবাসহ সিএনএন মামুন গ্রেপ্তার

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে এক সময়ের ত্রাস মামুন হাওলাদার ওরফে সিএনএন মামুন (৪৬) নামে  যুবককে ৮৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ জুলাই ) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার মল্লিকপুর এলাকায় থেকে তাকে আটক করা হয়।

 

মামুন হাওলাদার ওরফে সিএনএন মামুন পৌরসভার ফায়ার সার্ভিস রোড এলাকার মকবুল আহমেদের ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার মল্লিকপুর এলাকায় অভিযান চালিয়ে মামুনকে ইয়াবাসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

ওসি আতাউর রহমান বলেন, মামুন হাওলাদার ওরফে সিএনএন মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে দুপুরেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এরআগেও ফৌজদারি ও বিশৃঙ্খলার অভিযোগে একাধিক মামলা হয়েছিল। আদালতে তার বিরুদ্ধে এখনও বিচারাধীন মামলা আছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।