ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হরিরামপুরে ২ মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
হরিরামপুরে ২ মাদকসেবীর কারাদণ্ড প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মাদক সেবনের অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায় দু’জনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলের দিকে ওই কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

 

দণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার চালা ইউনিয়নের উত্তর মেরুনডি গ্রামের মজিদ আকন্দের ছেলে সেলিম আকন্দ এবং কৌড়ি গ্রামের হাসানের ছেলে শেখ জসিম।  
ইউএনও শাহরিয়ার রহমান বলেন, উপজেলার ঝিটকা এলাকায় মাদকসেবনের অপরাধে দু’জনকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমার উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।