ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ইয়াবাসহ দুই কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
নেত্রকোনায় ইয়াবাসহ দুই কারবারি আটক আটক দুইজন

নেত্রকোনা: নেত্রকোনায় ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান।

 

আটকরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের কালিয়ারা গাবরাগাতী (নাগালা) গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে মো. আরিফ (২৪) ও যশোর জেলার অভায়নগর উপজেলার শ্রীদারপুর গ্রামের মো. আব্দুল্লাহ শেখের ছেলে মো. বিল্লাল শেখ (৩২)।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (২৬ জুলাই) বিকেলে জেলার পারলাস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫০০টি ইয়াবাসহ ওই দুই কারবারিকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় সরকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার আটক দু’জনকে আদালতে পাঠানো হয়। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।