ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভেজাল সার বাজারজাত, দামুড়হুদায় ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
ভেজাল সার বাজারজাত, দামুড়হুদায় ব্যবসায়ীর কারাদণ্ড

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ভেজাল ও নিম্নমানের সার, বালাইনাশক বাজারজাত করার দায়ে হাবিবুর রহমান (৩৪) নামে এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (২৩ জুলাই) দুপুরের দিকে জেলার দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত হাবিবুর মেহেরপুর জেলার মুজিবনগর পুরুন্দরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।  

দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার জানান, নতিপোতা ইউনিয়নের কালিয়া বকরী গ্রামের মাদরাসাপাড়ায় ভেজাল সার ও বালাইনাশক বিক্রি করা হচ্ছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে হাবিবুরের কাছ থেকে ভেজাল সার, জিংক প্লাস ১২৫ কেজি, গ্রোজিংক প্লাস ২৫ কেজি, ভেজাল বালাইনাশক নীল ৫ এসজি এর ১০ গ্রামের ৭২টি প্যাকেট জব্দ করা হয়। তিনি এগুলো বিভিন্ন দোকানে দোকানে ও কৃষকের কাছে বিক্রি করতেন স্বীকার করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস জানান, ভেজাল সার ও ভেজাল বালাইনাশক বিক্রির অপরাধে হাবিবুরকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দকৃত ভেজাল মালামাল বিনষ্ট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।