ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে রান্না ঘরের টিনের চাল সংস্কার করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।  

শনিবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বড়গুনী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামের আসাদ শেখ (৬৫) ও  মোল্লাহাট উপজেলার সোনাপুরা গ্রামের কাঠমিস্ত্রি নাসিম মোল্লা (৩৫)।

পুলিশ জানায়, চিতলমারী উপজেলার বড়গুনী গ্রামে শনিবার সকালে গৃহকর্তা আসাদ শেখ কাঠমিস্ত্রি নাসিম মোল্লাকে সঙ্গে নিয়ে বাড়ির রান্না ঘরের টিনের চাল সংস্কারের কাজ করছিলেন। এ সময়ে টিনের চালার ওপরে থাকা একটি বৈদ্যুতিক বাল্ব খোলার চেষ্টাকালে কাঠমিস্ত্রি  নাসিম মোল্লা বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় কাঠমিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে গৃহকর্তা আসাদ শেখও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনার পর বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। দ্রুত তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসা দুইজনকেই মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অপূর্ব জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত দুইজনকে এখানে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

চিতলমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহকর্তাসহ দুইজন নিহতের খবর পেয়ে মোল্লাহাট উপজেলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।