ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে ফেলে যাওয়া বাইকে মিলল ৩ কোটি টাকার স্বর্ণ 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, জুলাই ১৮, ২০২৩
বেনাপোল সীমান্তে ফেলে যাওয়া বাইকে মিলল ৩ কোটি টাকার স্বর্ণ 

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত এলাকায় পাচারকারীর ফেলে যাওয়া মোটরসাইকেলে (বাইক) ৩০টি স্বর্ণের বার পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার ওজন তিন কেজি ৪৯৮ গ্রাম।

এ স্বর্ণের দাম প্রায় তিন কোটি টাকা।

সোমবার (১৭ জুলাই) রাতে বেনাপোল পোট থানাধীন পুটখালি সীমান্ত থেকে এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়।  

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পুটখালি সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হচ্ছে- এমন খবর পেয়ে রাতে পুটখালি সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় সন্দেহভাজন এক মোটরসাইকেলআরোহীকে থামতে বললে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে ভেতরে ৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। তিন কেজি ৪৯৮ গ্রাম ওজনের এ স্বর্ণের দাম প্রায় তিন কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।