ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ওয়াটার বাসডুবি: বুড়িগঙ্গায় এখনো চলছে তল্লাশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
ওয়াটার বাসডুবি: বুড়িগঙ্গায় এখনো চলছে তল্লাশি সংগৃহীত ছবি

ঢাকা: বুড়িগঙ্গা নদীতে ওয়াটার বাস ডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে এক ইউনিট দিয়ে এখনো তল্লাশি অভিযান চলমান রেখেছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৭ জুলাই) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার পরপরই কাজ করার পাশাপাশি আজ সকালেও ফায়ার সার্ভিসের সদস্যরা বুড়িগঙ্গা ওয়াটার বাস ডুবির ঘটনাস্থলে অবস্থান করছে। এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।