ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
বানিয়াচংয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ জুলাই) দুপুরে উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হল– উত্তর সাঙ্গর গ্রামের এমরান হোসেনের মেয়ে ফাতেমা আক্তার (৪) ও আমিরুল ইসলামের মেয়ে মাহমুদা খাতুন (৩)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই-বোন।

বানিয়াচং উপজেলার সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) একেএম ফজলুর রহমান জানান, পাশের বাড়ির এক ব্যক্তির মৃত্যুর সংবাদ শোনে দুই পরিবারের সবাই সেখানে মরদেহ দেখতে গিয়েছিলেন। তখন শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিল। পরে কোনো এক সময় তাদের অনুপস্থিতিতে পুকুরের পানিতে পড়ে যায়।

পরে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে বাড়ির লোকজন উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শিশুদের মৃত্যুর পর তাদের পরিবারে শোকের ছায়া নেমেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।