ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নৃত্যশিল্পীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
নৃত্যশিল্পীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক

সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় এক নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে আকাশ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে তাকে পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ৯ জুলাই পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তার আকাশ নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি এলাকার শফিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণশ্রমিক।

ধর্ষণের শিকার ওই  নারী নড়াইল জেলা সদরের বাসিন্দা।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, নৃত্য শিল্পী হওয়ার সুবাদে সাতক্ষীরা জেলা শহরের একটি ভাড়া বাড়িতে থাকেন ওই নারী। কিছুদিন আগে তার নগরঘাটা এলাকার আকাশের সঙ্গে পরিচয় হয়। ঘটনার দিন বিকেলে ওই নারীকে নৃত্য অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মোবাইল ফোনে প্রস্তাব দেয় আকাশ। পরে কথামতো ঘটনাস্থলে গেলে তাকে আকাশসহ ওই এলাকার দুই বখাটে যুবক একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ করে রাখে। এরপরে আকাশ বেশ কয়েকবার ওই নারীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে আসছিল। অবশেষে অপমান সইতে না পেরে বুধবার রাতে ওই নারী বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফির  অভিযোগ পাটকেলঘাটা থানায় মামলা করেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে আসামি আকাশ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।