ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে ২ স্কুলছাত্রী উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে ২ স্কুলছাত্রী উদ্ধার

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের ছয় দিন পর ঢাকা থেকে দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে প্রেসব্রিফিংয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা এ তথ্য জানান।

 

তারা হলো রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার মীম (১৪) ও সপ্তম শ্রেণির ছাত্রী মারিয়া ইসলাম শিমু (১২)।

সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, ৪ জুলাই বিকেলে দুই স্কুলছাত্রী বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। ৫ জুলাই রাজাপুর থানায় সাধারণ ডায়েরি করেন তাদের পরিবার। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডাটা সংগ্রহ করে ঢাকার একটি বাসা থেকে তাদেরকে উদ্ধার করে রাজাপুরে নিয়ে আসে পুলিশ। মঙ্গলবার দুপুরে দুই স্কুলছাত্রীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, তদন্তের স্বার্থে এর বেশি বলা যাবে না। তবে কিছুদিন ধরে রাজাপুরে ঘটে যাওয়া ধর্ষণসহ বিভিন্ন ঘটনায় অপরাধীদের খুব দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।