ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁর রাণীনগরে হেরোইনসহ গ্রেপ্তার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
নওগাঁর রাণীনগরে হেরোইনসহ গ্রেপ্তার ৪

নওগাঁ: নওগাঁর রাণীনগর থানা পুলিশের অভিযানে সাত গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৫ জুলাই) ভোরে উপজেলার পূর্ব বালুভরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন- উপজেলার পূর্ব বালুভরা গ্রামের ছালামতের ছেলে রবিউল ইসলাম (৩৪), একই উপজেলার রাজাপুর উত্তর পাড়া গ্রামের মোতাহার হোসেনের ছেলে বাবলু মণ্ডল (৩৬), বিষ্ণপুর গ্রামের বাবুর ছেলে শাহিন আলমস (৩২) ও বেলোবাড়ী গ্রামের আব্দুস ছামাদ আলীর ছেলে ফারুক হোসেন (৫১)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পূর্ব বালুভরা গ্রামে রবিউল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৭০ হাজার টাকা সমমূল্যের সাত গ্রাম হেরোইনসহ তাদের আটক করা হয়।  

ওসি আরও জানায়, আটকদের নামে এর আগেও থানায় একাধিক মাদক মামলা আছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।