ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক 

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।  

মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৪টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

এর আগে এদিন সকাল ১১টার দিকে জেলার কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় প্রাইভেটকার ও শিশু খাদ‌্যবহনকারী ট্রাকের সঙ্গে সংঘর্ষের কারণে যানজটের সৃষ্টি হয়।  

এতে মহাসড়কের চরভাবলা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রব্বানী বলেন, মহাসড়কের জোকারচর এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে একজন নারী আহত হন। দুর্ঘটনার কারণে এবং অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হয়। তবে দুর্ঘটনাকবলিত যানবাহনটি অপসারণ করার পর এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

** ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কি.মি. যানজট

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।