ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি দেওয়া হচ্ছে। পুরান ঢাকার কলতাবাজার, বংশাল, গুলিস্তান এলাকার নর্থ সাউথ রোড, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ এলাকায় সকাল থেকে গরু ও ছাগল কোরবানি দিতে দেখা গেছে।

ঈদের দিন বৃষ্টি থাকায় এবং দ্বিতীয় দিনে আবহাওয়া অনুকূলে থাকায় স্বাচ্ছন্দ্যে কোরবানি দিতে পারছেন নগরবাসী।

শুক্রবার (৩০জুন) সকাল থেকেই পুরান ঢাকার অলিগলিতে বিভিন্নস্থানে কোরবানির পশু দেখা গেছে। পুরান ঢাকা ছাড়াও রাজধানীর বংশাল, মালিবাগ, শান্তিনগর এলাকা ঘুরে পশু গরু কোরবানি দিতে দেখা যায়।

আবহাওয়া অনুকূলে থাকায় সড়কে খোলা জায়গায় পশু কোরবানি দেওয়া হচ্ছে। স্থানীয় মাদরাসার ছাত্ররা পশু জবাই করছেন। আর মাংস কাটার কাজ করছেন কসাই, যাদের বেশির ভাগই মৌসুমি কসাই।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টি এবং কসাই সংকটের কারণে ঈদের দিন পশু কোরবানি না দিয়ে পরের দিন কোরবানি দিচ্ছেন তারা।

কলতাবাজার এলাকার বাদল হোসেন জানান, পুরান ঢাকায় প্রতিবারই ঈদের দিন এবং ঈদের পরের দিন পশু কোরবানি দেওয়া হয়। তবে এবার ঈদের দিন বৃষ্টি এবং কসাই সংকটের কারণে বেশি পশু কোরবানি দিতে পারেনি মানুষ। দ্বিতীয় দিন সকাল থেকে সুন্দর আবহাওয়া থাকায় সুন্দরভাবে পশু কোরবানি দেওয়া যাচ্ছে।

ঈদের দ্বিতীয় দিন কোরবানির কারণে নতুন করে বর্জ্য তৈরি হচ্ছে। সেগুলো অপসারণে অক্লান্ত কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা।

স্থানীয়রা জানিয়েছেন, রাজধানীতে ঈদের তৃতীয় দিনও পশু কোরবানি দেওয়া হয়। বিশেষ করে পুরান ঢাকায় কোরবানির পরিমাণ বেশি। তবে ঢাকার দুই মেয়র তৃতীয় দিন কোরবানির জন্য পশু না রেখে দ্বিতীয় দিনেই কোরবানি শেষ করার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।