ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ নিহত ২

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের চাপায় প্রাইভেটকারের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সংঘর্ষের সময় বাসটি প্রাইভেটকারের ওপরে উঠে যায়।

শুক্রবার (৩০ জুন) সকালে ঢাকা-রংপুর মহাসড়কে পৌরশহরের পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনির ফুলগাছি থানার দামুড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আবুল বাশার (৬০) ও কারচালক ঢাকার শ্যামপুর দনিয়া এলাকার হক মিয়ার ছেলে মিজান (৪০)।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, সকাল ৬টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এটি এতোটা ভয়াবহ ছিল যে, বাসটি প্রাইভেটকারের ওপরে উঠে যায়। এতে প্রাইভেটকারের চালকসহ তাতে থাকা এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ থানায় আছে। তাদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত বাস ও কারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।