ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সালাম মিয়া (৩৬) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।  

বুধবার (২৮ জুন) দুপুর ২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সালাম মিয়া উপজেলার গোপিনাথপুর উত্তরপাড়া গ্রামে হা‌বিবুর রহমা‌নের ছে‌লে। তিনি ঢাকায় পুলিশের কনস্টেবল হিসেবে চাকরি করতেন।

গোপিনাথপুর পুলিশ ফাড়ির পরিদর্শক আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে নতুন ফ্রিজ কিনে বাড়িতে নিয়ে তাতে সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। পরে বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।