ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পশুর বর্জ্য অপসারণে দক্ষিণ সিটির নিয়ন্ত্রণ কক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
পশুর বর্জ্য অপসারণে দক্ষিণ সিটির নিয়ন্ত্রণ কক্ষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ঢাকা: কোরবানির পশুর বর্জ্য অপসারণে নিয়ন্ত্রণ কক্ষ চালু করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (২৮ জুলাই) দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষের এ সেবা চালু হবে বৃহস্পতিবার (২৯ জুলাই), ঈদের দিন দুপুর ২টা থেকে।

কোরবানির পরবর্তী বর্জ্য অপসারণ সংক্রান্ত তথ্য নিয়ন্ত্রণ কক্ষে অবহিত করতে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত নাগরিকদের অনুরোধ করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ০১৭০৯৯০০৮৮৮ ও ০ ২২২৩৩৮৬০১৪।

ডিএসসিসি কর্তৃপক্ষ আরও জানায়, ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণের বিষয়ে নাগরিকদের যেকোনো অভিযোগের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।