ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দুই সন্তানের মারামারিতে প্রাণ গেল মায়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
দুই সন্তানের মারামারিতে প্রাণ গেল মায়ের ফাইল ফটো

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই  ছেলের মারামারি থামাতে গিয়ে একজনের আঘাতে প্রাণ হারালেন তাদের মা।

সোমবার (২৬ জুন) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিয়া বেগম (৪০) নামে ওই নারীর মৃত্যু হয়।

বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন উপজেলার কাগাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. এরশাদ আলী।

মৃত রাবিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের মফিল মিয়ার স্ত্রী।

স্থানীয়দের বরাতে চেয়ারম্যান জানান, রোববার সকালে রাবিয়ার ছেলে রিপন মিয়া ও সিপন মিয়ার মধ্যে মারামারি হয়। রাবিয়া সেই মারামারি থামাতে এগিয়ে যান। এ সময় রিপনের হাতে থাকা পাথরের আঘাতে আহত হন তিনি।

পরে স্থানীয়রা ওই নারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু ঘটে।

এদিকে, সোমবার সকালে খুনের খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ নোয়াগাঁও গ্রামে যায়। ততক্ষণে পালিয়ে যায় মৃতের দুই ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, দোষীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।