ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রেললাইনের পাশে মিলল যুবকের দুই টুকরো দেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
রেললাইনের পাশে মিলল যুবকের দুই টুকরো দেহ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।  

রোববার (২৫ জুন) সন্ধ্যা ৬ টার পর জীবননগর উপজেলার উথলী গ্রামের ঘোড়ামারা রেলগেটের পাশে সন্ন্যাসীতলা মাঠের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

রেললাইনের পাশে ২৬বছর বয়সী অজ্ঞাত যুবকের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, ধারণা করছি রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ওই যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান। যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।