ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অষ্টগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুন ২০, ২০২৩
অষ্টগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু ফাইল ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় বজ্রপাতে মো. মিন্নত আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিন্নতের ভাতিজা ইয়াছিন (৮) আহত হয়েছে।

 

মঙ্গলবার (২০ জুন) দুপুরের দিকে উপজেলার দেওঘর ইউনিয়নের সাভিয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত মিন্নত ওই গ্রামের মো. শফর আলীর ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে হাওরে ভাতিজা ইয়াছিনকে সঙ্গে নিয়ে মাছ ধরতে যান মিন্নত। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই মিন্নতের মৃত্যু হয়। আহত হয় ইয়াছিন। খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আর ইয়াসিনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।  

অষ্টগ্রাম থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির
হামজা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।