ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ডিএমপির ৮ সহকারী পুলিশ কমিশনারের বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জুন ২০, ২০২৩
ডিএমপির ৮ সহকারী পুলিশ কমিশনারের বদলি

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (১৯ জুন) পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির কথা জানানো হয়।

 

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামানকে ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, ওয়ারী বিভাগের ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলামকে নিউমার্কেট জোনে, গুলশান বিভাগের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নিউটন দাসকে ডিএমপির মিডিয়া বিভাগে, ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুমকে গুলশান বিভাগে, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা ওয়ারী বিভাগে, একই বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবু তালেবকে ধানমন্ডি জোনে।

এছাড়া  ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগের নারী পুলিশের সহকারী পুলিশ কমিশনার অনন্যা চক্রবর্তীকে ডিএমপির ক্রাইম বিভাগে এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. সেলিম রেজাকে প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এমএমআই/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।