ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আদালত থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করা কনস্টেবলের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জুন ২০, ২০২৩
আদালত থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করা কনস্টেবলের নামে মামলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ আদালত ভবনের তিন তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করা সেই কনস্টেবল আব্দুর রাজ্জাক রনির (২৬) নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (১৯ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক মো. মোস্তফা কামাল বলেন, রোববার (১৮ জুন) রাতে সিরাজগঞ্জ কোর্ট পুলিশের উপ-পরিদর্শক মতলুবুল আলম বাদী হয়ে ৩০৯ ধারায় মামলা দায়ের করেন। পরে সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করলে বিচারক রনির জামিন মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মামলা দায়েরের পর রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে রোববার (১৯ জুন) দুপুরে স্ত্রী বিথি আক্তার বন্যার দায়ের করা যৌতুক মামলায় সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে হাজিরা দিতে আসেন আব্দুর রাজ্জাক রনি। ওই আদালতের বিচারক জেলা ও দায়রা জজ বেগম সালমা খাতুন মামলাটি আপোস মিমাংসার চেষ্টা করতে উভয়পক্ষের আইনজীবীকে বলেন। কিন্তু এতে বাদীনী আপসের জন্য রাজী হলেও পুলিশ সদস্য রনি তাতে রাজি হননি। এক পর্যায়ে তার বাবা ও মা বোঝাতে গেলে তিন তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই কনস্টেবল।

আব্দুর রাজ্জাক রনি কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের মোকলেসুর রহমানের ছেলে। তিনি ঢাকার উত্তরায় এপিবিএন শাখায় কর্মরত।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।