ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মোবাইল ফোন নিয়ে তর্ক, বন্ধুর হাতে বন্ধু খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
মোবাইল ফোন নিয়ে তর্ক, বন্ধুর হাতে বন্ধু খুন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় রাব্বি মিয়া (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ জুন) বিকেলে শহরের ফুলবাড়িয়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাব্বি পৌরশহরের পশ্চিম মেড্ডা এলাকার মানিক মিয়ার ছেলে।

নিহত রাব্বির পরিবারের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী বাংলানিউজকে জানান, বন্ধু সাগরের কাছ থেকে মোবাইল নেওয়ার বিষয়ে রাব্বির সঙ্গে তার তর্ক-বির্তক হয়। এর জের ধরেই তাকে খুন করে মরদেহটি পরিত্যক্ত ডোবায় ফেলে দেওয়া হয়। গতকাল রোববার (১৮ জুন) থেকে পরিবারের লোকজন রাব্বিকে খুঁজে না পেয়ে পুলিশে জানান।

তিনি আরও জানান, সোমবার বিকেলে রাব্বির মরদেহ ডোবায় পড়ে থাকতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাটির তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।