ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আইআরএফ-এর সভাপতি গাযী ও সম্পাদক সুমন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
আইআরএফ-এর সভাপতি গাযী ও সম্পাদক সুমন

ঢাকা: বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী দুই বছরের জন্য (২২২২-২৩ ও ১০২৩-২৪) কাজ করবে এ কমিটি।

 

নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টাইম নিউজের গাযী আনোয়ার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজনেস পোস্টের সাখাওয়াত হোসেন সুমন।

শুক্রবার (১৬ জুন) গাজীপুরের ছুটি রিসোর্টে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সদস্যদের ভোটে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মাসুদ মিয়া (দৈনিক আমাদের অর্থনীতি), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান (ইন্স্যুরেন্স নিউজ বিডি), অর্থ সম্পাদক জাকির হুসাইন (আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান (দৈনিক সংগ্রাম), দপ্তর ও কল্যাণ সম্পাদক সেলিম মালিক (আরটিভি)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- আলী রিয়াজ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), আমিনুল ইসলাম (সরাসরি), জাফর আহমেদ (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম), রেজাউল করিম (একুশে টিভি)।

সংগঠনের বিদায়ী সভাপতি (ভারপ্রাপ্ত) আলী রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন সুমন।

নির্বাচন পরিচালনা কমিটির পাঁচজন সদস্যসহ অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) সভাপতি জিয়া উর রহমান। কমিশনের অপর দুই সদস্য হলেন- ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও ডিজেএফবি এর সভাপতি হামিদুজ্জামান।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
জেডএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।