ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কিলিং মিশনের নায়ক চেয়ারম্যান বাবু স্থান পাল্টাচ্ছেন ঘন ঘন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
কিলিং মিশনের নায়ক চেয়ারম্যান বাবু স্থান পাল্টাচ্ছেন ঘন ঘন

জামালপুর থেকে: সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম খুন হওয়ার পর ঘন ঘন স্থান পরিবর্তন করছেন এই কিলিং মিশনের নায়ক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। এমনটি জানিয়েছেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় নিহত সাংবাদিক নাদিমের পরিবারের সঙ্গে দেখা করতে এসে এসব তথ্য জানান তিনি৷

পুলিশ সুপার বলেন, মাহমুদুল আলম বাবু ঘন ঘন স্থান পরিবর্তন করছেন। তবে তিনি ঢাকায় নেই এবং তিনি সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করছেন। আমাদের একাধিক টিম তার অবস্থানের নজরদারি করছে এবং তার পেছনে রয়েছে৷

তিনি আরও বলেন, এলআইসি টিম আমার আন্ডারে থাকে, সেই টিম মাঠে আছে। লাইভে লোকেশন দেখছি, কোনদিকে আছে। পেছন পেছন যাচ্ছে আমাদের টিম। মাহমুদুল আলম বাবু কিলিং মিশনের নায়ক। যেকোনো উপায়ে তাকে আটক করা হবে।

বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।  
 
নাদিম হত্যাকাণ্ডে এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, ১৬ জুন, ২০২৩
 
এসএফ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।