ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

তিস্তায় বালু উত্তোলন করায় ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
তিস্তায় বালু উত্তোলন করায় ব্যবসায়ীর জরিমানা

লালমনিরহাট: লালমনিরহাটে তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে মঈন উদ্দিন (২৬) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ জুন) দুপুরে এ আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান।

ব্যবসায়ী মঈন উদ্দিন সদর উপজেলার চর গোকুন্ডা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, সদর উপজেলার চর গোকুন্ডা গ্রামে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে করে বিক্রি করছিল একটি বালু খেকো চক্র। এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশের সহায়তায় সেখানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুভর্তি ট্রাকসহ মঈন উদ্দিনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আটক মঈন উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে জরিমানার সমুদয় অর্থ বুঝিয়ে দিয়ে মুক্তি পান ব্যবসায়ী মঈন উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।