ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভেড়ামারায় সিঁড়ির পাশে পড়েছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
ভেড়ামারায় সিঁড়ির পাশে পড়েছিল যুবকের মরদেহ

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারার পৌর এলাকার একটি বাসার সিঁড়ির কাছ থেকে তুষার মণ্ডল জিম (২৩) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) বেলা ১২টার দিকে ভেড়ামারা থানা পুলিশ পৌর এলাকার প্রফেসর পাড়ার একটি তিনতলা ভবন থেকে এ মরদেহ উদ্ধার করে।

নিহত তুষার মণ্ড জিম উক্ত এলাকার ফজলুর রহমানের ছেলে।

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ভেড়ামারায় তিনতলা ভবনের তৃতীয় তলায় মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, গত রাত থেকে জিম বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজ করতে গিয়ে এ মরদেহ দেখতে পায়। কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তদন্ত চলছে। সেই সঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই বাড়িতে পুলিশের অভিযান চলছে। এখনো কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।