ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে মোটরসাইকেল-অটোভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জুন ১১, ২০২৩
মধুপুরে মোটরসাইকেল-অটোভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ২

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোভ্যান চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন নারীসহ দুজন।

শনিবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার রক্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোভ্যান চালকের নাম আব্দুস সোবাহান (৬০)। তিনি উপজেলার রক্তিপাড়া এলাকার মৃত কানছের শেখের ছেলে।  
আহতরা হলেন- উপজেলার কাকরাইদ এলাকার আশরাফুলের ছেলে বিপ্লব (২২) ও ঘাটাইল উপজেলার আঞ্জুম (২০)।

আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়তি নিশ্চিত করে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, রক্তিপাড়ার বাসস্ট্যান্ড এলাকায় অটোভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে অটোভ্যানের চালকের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।