ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঘরে ঝুলছিল পুত্রবধূর মরদেহ, শাশুড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুন ১০, ২০২৩
ঘরে ঝুলছিল পুত্রবধূর মরদেহ, শাশুড়ি আটক

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ইতি বেগম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার শাশুড়ি আমিনা বেগমকে (৫৫) আটক করা হয়েছে।

শনিবার (১০ জুন) দুপুরে পাটগ্রাম থানায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে শুক্রবার (৯ জুন) দিনগত রাতে উপজেলার বাউরা বাজার এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত ইতি বেগম ওই এলাকার দুলাল মিয়ার ছেলে ও সহকারী ট্রাকচালক আল আমিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে স্বামী আল আমিন বাড়িতে আসেনি। এ নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ চলে ইতি বেগমের। এরই জেরে শুক্রবার রাতে সবাই খাবার খেলেও ইতি বেগম অভিমানে না খেয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। পরে ঘরের ভেতরে তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

পাটগ্রাম থানা পুলিশ রাতেই ইতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শনিবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ইতির শাশুড়ি আমিনা বেগমকে আটক করে পুলিশ।

এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার দায়ে ইতি বেগমের পরিবার শনিবার দুপুরে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় শাশুড়ি আমিনা বেগমকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জুন ১০, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।