ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শাড়ির ভাঁজে মিলল ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুন ৯, ২০২৩
শাড়ির ভাঁজে মিলল ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

গাইবান্ধা: ফেরিওয়ালা সেজে শাড়ির ভাঁজে গাঁজা পাচারকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (৯ জুন) দুপুরের দিকে সুন্দরগঞ্জ থানার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান।



গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দ্বাবারিয়া গ্রামের রহম আলী প্রামাণিকের ছেলে তারা মিয়া (৩৭) ও একই উপজেলার সেরখালি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জহুরুল ইসলাম ওরফে রকেট (৩৫)।  

তিনি বলেন, বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিরাজুল হকের নেতৃত্বে এসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের তিস্তা বাজারে (মহিলা বাজার) অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ সময় তাদের কাছে থাকা কাপড়ের বান্ডিল খোলার পর প্রতিটি শাড়ির ভেতরে খবরের কাগজ দিয়ে মোড়ানো সাদা পলিথিনে বিশেষ কায়দায় তৈরি ৩০০ গ্রাম ওজনের ৫০ প্যাকেটে ১৫ কেজি গাঁজা পাওয়া যায়। একই সঙ্গে ৫০টি দেশীয় তাঁতের শাড়ি ও ২টি কালো কাপড়ের বান্ডিল জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শুভ্র দেব, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।