ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে স্বস্তির বৃষ্টি, ডুবল সড়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুন ৯, ২০২৩
নারায়ণগঞ্জে স্বস্তির বৃষ্টি, ডুবল সড়ক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে তীব্র গরমের পর সকাল থেকে বৃষ্টিতে নগরবাসীর স্বস্তি এলেও সড়ক তলিয়ে ভোগান্তিও বেড়েছে।

শুক্রবার (৯ জুন) বেলা ১১টায় অন্ধকারে সন্ধ্যা নেমে ঝরতে থাকে বৃষ্টি।

থেমে থেমে দুপুর পর্যন্ত বৃষ্টিতে টানা সপ্তাহের তীব্র তাপদাহের পর স্বস্তি আসে নগরবাসীর।

তবে বৃষ্টিতে তলিয়ে যায় শহরের বঙ্গবন্ধু সড়ক, মাসদাইর, মিশনপাড়াসহ বিভিন্ন এলাকা। এতে করে পানি ভেঙে সড়কে মানুষ ও যানবাহনকে চলাচল করতে হয়। এর মধ্যে বৃষ্টিতে যানবাহনও তেমন একটা দেখা যায়নি চলাচল করতে।

বাজার করতে আসা মাসদাইরের নাসিন্দা আব্দুর রহমান জানান, পানি তো হাঁটু পানি। চাষাঢ়ায় একই অবস্থা। এর মধ্যে বাজারে পানি কাদা। গরম কমলেও নতুন ভোগান্তি জলজট। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত পানি অপসারণের ব্যবস্থা করা হয়।

কলেজ রোডের বাসিন্দা আকবর জানান, বর্ষা এখনও আসেনি এতেই অল্প বৃষ্টিতে যদি নগর তলিয়ে যায় তাহলে তো সমস্যা। এ ব্যাপারে এখন থেকেই সিটি করপোরেশনের ব্যবস্থা নেয়া উচিত।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুন ৯, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।