ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে প্রাইভেটকারের ভেতরে ছিল দুই মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুন ৭, ২০২৩
তেজগাঁওয়ে প্রাইভেটকারের ভেতরে ছিল দুই মরদেহ

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে একটি প্রাইভেটকারের ভেতর থেকে নারী-পুরুষসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

তারা হলেন- দেলোয়ার (৫৩) ও মৌসুমী আক্তার রানী (৪১)।

বুধবার (৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার (ইন্সপেক্টর তদন্ত) শাহ আলম। এরআগে সকাল সাড়ে ৭টার দিকে প্রাইভেটকারের ভেতরে দুটি মরদেহের সংবাদ পায় পুলিশ।

তিনি জানান, খবর পেয়ে তেজগাঁও এলেন বাড়ি স্টাফ কোয়ার্টার এলাকার একটি প্রাইভেটকারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বিস্তারিত উদঘাটনের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ধারণা করা হচ্ছে যৌন উত্তেজক ওষুধ খেয়ে তারা মারা গেছেন। মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।