ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হাফ-ভাড়া নিয়ে তর্কের জেরে ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুন ৬, ২০২৩
হাফ-ভাড়া নিয়ে তর্কের জেরে ঢাকা কলেজ শিক্ষার্থীকে মারধর ফাইল ছবি

ঢাকা: হাফ ভাড়া নিয়ে তর্কের জেরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মালঞ্চ পরিবহনের দুটি বাস আটক করে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বরে এ ঘটনা ঘটে।  

মারধরের শিকার শিক্ষার্থীর নাম সজীব আহমেদ জয়। তিনি ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

আটক বাস দুটি হলো- মালঞ্চ পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৫-৫৭৪৫; ও ঢাকা মেট্রো-ব ১৫-৬৭১০ নম্বরের গাড়ি।

তবে সমঝোতার ভিত্তিতে পরে বাস দুটি ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।  

এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী বাংলানিউজকে বলেন, ভাড়া নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীর সঙ্গে মালঞ্চ বাসের স্টাফদের ঝামেলা হয়। সেই জন্য শিক্ষার্থীরা দুটি বাস আটক করে। তবে যে বাসে ঝামেলাটা হয়েছিল, আটক বাস দুটির মধ্যে সেটি ছিল না। তাই সমঝোতার মাধ্যমে শিক্ষার্থীরা বাস দুটি ছেড়ে দিয়েছে।  

ওসি আরও বলেন, শিক্ষার্থীরা এখনও কোনো অভিযোগ দেয়নি। তারা তাদের সিনিয়রদের সঙ্গে আলোচনা করে অভিযোগ দেবে বলে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ৬, ২০২৩
এসজেএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।