ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জুন ৫, ২০২৩
যশোরে গুলি-ইয়াবাসহ গ্রেপ্তার ১

যশোর: যশোরে গাড়ীখানা রোডের ইসলাম মার্কেট থেকে গুলি, ইয়াবা ও গাঁজাসহ আবু সাঈদ বাবু নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।  

রোববার (০৪ জুন) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।


  
জানা যায়, আবু সাঈদ বাবু দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। ক্ষমতাসীন দলের আশ্রয়ে সে মাদক বিক্রিকরে আসছিল। সম্প্রতি ভারত থেকে গাঁজা এনে বিক্রি করছিল বাবু। শুধু তাই নয়, চোরাচালানের সঙ্গেও রয়েছে তার গভীর সম্পর্ক।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাড়ীখানা রোডের ইসলাম মার্কেটে ভাবনা এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। সেখানে অভিযান চালিয়ে দুটি গুলি, ১০ ইয়াবা, দেড়শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসময় মাদক কারবারি আবু সাঈদ বাবুকে গ্রেপ্তার করা হয়। আমাদের কাছে খবর ছিল বাবু ওরফে টাক বাবু দীর্ঘদিন ধরে কাগজের ব্যবসার আড়ালে মাদক কারবারি চালিয়ে আসছিল। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ০৪ জুন, ২০২৩
ইউজি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।