ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

প্রেমের টানে উল্লাপাড়ার তরুণের সঙ্গে ঘর বাঁধলেন ভারতীয় তরুণী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুন ৪, ২০২৩
প্রেমের টানে উল্লাপাড়ার তরুণের
সঙ্গে ঘর বাঁধলেন ভারতীয় তরুণী

সিরাজগঞ্জ: প্রেমের টানে দেশ ছেড়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার এক তরুণের সঙ্গে ঘর বেঁধেছেন ভারতীয় তরুণী নাইসা মল্লিক (২৬)।  

বৃহস্পতিবার (১ জুন) উপজেলার বালসাবাড়ী গ্রামের ইরান সরকারের ছেলে জুয়েল সরকারের (২৪) সঙ্গে তার বিয়ে হয়।

এর এক সপ্তাহ আগে ভারত থেকে বালসাবাড়ীতে আসেন নাইসা মল্লিক।  

ভারতীয় তরুণীকে এক নজর দেখেতে দূর-দূরান্ত থেকে অনেকে এসে ভিড় জমাচ্ছেন জুয়েলদের বাড়িতে।  

জুয়েল সরকার জানান, প্রায় বছর দেড়েক আগে ফেসবুকের মাধ্যমে নাইসার সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ ভালোবাসার সম্পর্ককে পূর্ণতা দিতেই নাইসা এক সপ্তাহ আগে জুয়েলদের বাড়িতে আসেন। এরপর তারা ইসলামী শরিয়া আইন মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন।  

নাইসা মল্লিক জানান, তার বাবার নাম খয়রুল আলম মল্লিক। তার বাড়ি ভারতের হাওড়া জেলার দশ নগর থানার ধারসা ছোট মল্লিক পাড়ায়। তাদের প্রেমের কথা পরিবারকে জানালে বিয়েতে অস্বীকৃতি জানায়। তাই বাধ্য হয়ে তিনি পরিবার ছেড়ে ভালোবাসার মানুষের কাছে চলে আসার সিদ্ধান্ত নেন। পাসপোর্ট এবং ভিসা করে বেনাপোল সীমান্ত দিয়ে বৈধভাবে বাংলাদেশে এসেছেন তিনি। এরপর বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়।  

নাইসা আরও জানান, নিজের চেয়ে দুই বছর ছোট ছেলেকে বিয়ে করেও তিনি অনেক সুখে আছেন।  

জুয়েলের বাবা ইরান সরকার বলেন, স্থানীয়দের সহযোগিতায় এবং ছেলে-মেয়ে দুজনের সম্মতিতে তাদের বিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তারা সুখে শান্তিতে সংসার করছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুন ৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।