ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে ৩ বাস ভাঙচুর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুন ৪, ২০২৩
ধানমন্ডিতে  ৩ বাস ভাঙচুর ফাইল ফটো

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে মৌমিতা পরিবহনের তিনটি বাস ভাঙচুর করেছে আইডিয়াল কলেজের ছাত্ররা। শনিবার (৩ জুন) ওই পরিবহনের নামের একটি বাসে স্টাফরা আইডিয়াল কলেজের এক ছাত্রের সঙ্গে খারাপ ব্যবহার করায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।

রোববার (৪ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ধানমন্ডি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া

তিনি জানান, ধানমন্ডি তিন নম্বর রোডের মাথায় আইডিয়াল কলেজের কিছু ছাত্ররা তিনটি বাসের গ্লাস ভাঙচুর করে। শোনা যায় তাদের দাবি ছিল, শনিবার মৌমিতা পরিবহনের একটি বাসের স্টাফরা তাদের এক ছাত্রের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এর জেরে রোববার (৪ জুন) দুপুর ১২টার দিকে ওই ছাত্ররা তিনটি বাস ভাঙচুর করে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবহনের পক্ষ থেকে অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।