ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝগড়া থামাতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী খুন: প্রধান আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ৩, ২০২৩
ঝগড়া থামাতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী খুন: প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী তানভীর খান রিয়াদ (১৮) হত্যামামলার প্রধান আসামি রবিউল আলমকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান পরিচালনা করে ঢাকার পল্লবী থানাধীন কালশি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে রবিউলের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রবিউল উপজেলার বীর হাজিপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

শনিবার (৩ জুন) দুপুরে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ২৮ মে রাতে ঝগড়া থামাতে গিয়ে চাচাতো বোনের দেবর রবিউলের ছুরিকাঘাতে খুন হন রিয়াদ। এ ঘটনায় নিহতের বাবা স্বপন খান ১২ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দায়িত্বভার গ্রহণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু। গোয়েন্দা নজরদারি বাড়িয়ে রিয়াদ খুনের মূল আসামি রবিউলের অবস্থান নিশ্চিত করে পুলিশ। এরপর শুক্রবার ঢাকার কালশি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বাংলানিউজকে জানান, রিয়াদ হত্যার মূল আসামি রবিউলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত তানভীর খান রিয়াদ উপজেলার বীর হাজিপুর গ্রামের মো. স্বপন খানের ছেলে। রিয়াদ এবছর হোসেনপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

আরও পড়ুন >> হোসেনপুরে বিবাদ থামাতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী খুন

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।