ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ দুই যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মে ৩১, ২০২৩
বরিশালে ইয়াবাসহ দুই যুবক আটক

বরিশাল: বরিশাল নগরে অভিযান চালিয়ে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে নগরের ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দার সিএন্ডবি রোডের এক নম্বর পুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামের হেমায়েত সরদারের ছেলে নাইম সরদার (২১) ও একই এলাকার বাসিন্দা সুবাহান সরদারের ছেলে ইমন সরদার (২৩)।

বিষয়টি নিশ্চিত করে অভিযানের নেতৃত্বে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, আটকদের নামে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিদর্শক ইসতিয়াক হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এমএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।