ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

৬ কেজি গাঁজাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মে ৩০, ২০২৩
৬ কেজি গাঁজাসহ আটক ১

ঢাকা: মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ মো. অনিক ইসলাম (১৯) নামে এক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (৩০ মে) তাকে আটকের বিষয়টি জানান র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।

তিনি বলেন, মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৬ কেজি গাঁজাসহ অনিককে আটক করা হয়। অনিক একজন পেশাদার মাদক বিক্রেতা। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মে ৩০, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।