ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ধর্মের মূলবাণী সবার মধ্যে পৌঁছে দিতে হবে: শিক্ষামন্ত্রী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মে ২৫, ২০২৩
ধর্মের মূলবাণী সবার মধ্যে পৌঁছে দিতে হবে: শিক্ষামন্ত্রী  ফাইল ফটো

চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সব ধর্মই শান্তির শিক্ষা দেয়। সবাই যেন সব ধর্মের মূলকথাগুলো মেনে চলে।

আর এর অনুভবটা নিজেদের মধ্যে রাখে। আমাদের ধর্মের মূলবাণী সবার মধ্যে পৌঁছে দিতে হবে।  

সামনে জাতীয় সংসদ নির্বাচন। দেশ অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ সব সময় কাজ করে। তাই আমাদের সবাইকে সচেতন এবং অপচেষ্টাকারীদের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, যোগ করেন মন্ত্রী।  

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  
এর আগে সকাল ১০টায় এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।  

মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ। আমরা সব শ্রেণিপেশার ও ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব। আমাদের দেশে সব ধর্মের মানুষের একসঙ্গে বসবাস করার ঐতিহ্য রয়েছে। আমাদের সম্পর্ক বিনষ্ট করার জন্য কিছু কিছু মানুষ কাজ করে থাকে। তাদের থেকে সচেতন হতে হবে এবং তাদের প্রতিহত করতে হবে।  

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। তিনি বলেন, তথ্য প্রযুক্তিতে দেশ অনেক দূর এগিয়ে গেছে। আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না। তাই আজ সব ধর্মের লোকদের জন্য এ প্রশিক্ষণ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। কাউকে ধর্মান্তর করতে জোর করা যাবে না। উস্কানিমূলক কোনো কিছু করা যাবে না। সব কিছু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রচার করতে পারবেন, কিন্তু আঘাত হানতে পারবেন না। আমাদের অদূরদর্শী কর্মকাণ্ডের কারণে যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে খেয়াল রাখতে হবে। মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্ত করা যাবে না।  

স্বাগত বক্তব্য দেন চাঁদপুর ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রুহুল আমিন।  বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ এবং চাঁদপুর জেলা ও দায়রা জজ
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রঞ্জিত রায় চৌধুরী।  

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বায়তুল আমিন জামে মসজিদের ইমাম মো. আবুবকর বিন ফারুক। গীতা পাঠ করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক বিমল চৌধুরী ও বাইবেল পাঠ করেন রীতা মাইকেল।  

চাঁদপুর জেলা ইমাম-মোয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক, শহরের শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লা আল মামুন, খ্রিস্টান ধর্মের পক্ষে রসি বর্মণ।  

উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মুফতি সিরাজুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর জেলা পূজা কমিটি নেতা রাধা গোবিন্দ গোপ, তপন সরকার, গোপাল সাহা, লক্ষ্মণ চন্দ্র সুত্রধর, অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদারসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা।  

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মে ২৫, ২০২৩ 
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।